প্রতিমা বড়ুয়া পান্ডে কালচারাল মিউজিয়াম। Cultural Museum.

VSarkar
0
Gauripur Matiabag Hawakhana

গৌরিপুরের মাটিয়াবাগের হাওয়াখানা বা মাটিয়াবাগের রাজবাড়ি (রাজবাড়ি থেকে মিউজিয়াম)

Writer: Kumar Mridul Narayan

প্রতিমা বড়ুয়া পান্ডে কালচারাল মিউজিয়াম / Pratima Barua Pandey Cultural Museum

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসাম সরকার মাটিয়াবাগের রাজবাড়ি (Matiabag Hawakhana) অধিগ্রহণ করে ০২/০১/২০২৩ তারিখে। আসাম সরকার এই ঐতিহাসিক বাড়িটিকে “প্রতিমা বড়ুয়া পান্ডে কালচারাল মিউজিয়াম” (Pratima Barua Pandey Cultural Museum) হিসেবে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। গৌরীপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য এটি একটি মহৎ উদ্যোগ। খুব আশাবাদী আমি আগামীতে যা কিছু হবে সব ভালই হবে। হয়তো এই রাজবাড়িকে সংস্কার বা আধুনিকতার মিশেলে  পুনঃসংস্কার করবে। তবে আশাবাদী সংস্কারের নামে স্থাপত্যের কোনো হেরফের হবে না এবং এই বাড়িরই অন্যতম কর্তা প্রবীর বড়ুয়া (Prabir Barua) জেঠুর কাছে জানা গেল আগামী বছর অর্থাৎ ২০২৪, জানুয়ারি মাসে এই মিউজিয়াম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেবে সরকার। তবে এই বাড়িতে টিকিট কেটে দর্শন করতে হবে, এটাও অনেকটা কষ্টের। ইতিহাস ও ঐতিহ্য বাঁচলে বা সঠিকভাবে সংরক্ষণ হলে তবে কিছুটা দুঃখ কমবে।

See Images: Pratima Barua Pandey Cultural Museum

গৌরিপুর রাজবাড়ি / মাটিয়াবাগের হাওয়াখানা [Gauripur Rajbari / Matiabag Hawakhana]

মাটিয়াবাগ পাহাড়ের চূড়ায় এবং গদাধর নদীর তীরে অবস্থিত শতাব্দী প্রাচীন গৌরিপুর রাজবাড়ি (Gauripur Rajbari) বা মাটিয়াবাগ রাজবাড়ি (Matiabag Hawakhana) নামেও পরিচিত। মূলত  গ্রীষ্মকালীন প্রাসাদ হিসাবে রাজা প্রভাত চন্দ্র বড়ুয়া রাজবাড়িটি চীনা স্থপতিদের দ্বারা তৈরী করেছিলেন। মুঘল এবং ব্রিটিশ শৈলীর স্থাপত্যশৈলীকে একত্রিত করে এই প্রাসাদটি তৈরি হয়েছিল। গৌরীপুর রাজবাড়ি (হাওয়াখানা) নির্মাণ ১৯০৪ সালে শুরু হয় এবং ১৯১৪ সালে শেষ হয়, তৎকালীন পুরো নির্মাণে প্রায় তিন লাখ চল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছিল। প্রাসাদটি প্রাথমিকভাবে বিশেষ অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু পরে এটি রাজপরিবারের উত্তরসূরিদের স্থায়ী আবাস হিসাবে তৈরি করা হয়েছিল, এই প্রাসাদেই বিখ্যাত পরিচালক প্রমথেশ চন্দ্র বড়ুয়া, শেষ রাজা প্রকৃতেশ চন্দ্র বড়ুয়া থাকতেন, এছাড়াও প্রখ্যাত গোয়ালপাড়িয়া লোকগীতি গায়িকা প্রতিমা বড়ুয়া পান্ডে বাস করতেন। হস্তীর কন্যা পার্বতী বড়ুয়া (Parbati Barua) গৌরীপুরে আসলে এই বাড়িতেই থাকেন। অধিগ্রহণ হওয়ার পূর্ব পর্যন্ত এই বাড়িতে প্রবীর বড়ুয়া, পার্বতী বড়ুয়ার স্বামী ও প্রবীর বড়ুয়ার আর এক ভাই ও পরিবারের অন্য লোকজন থাকতেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)