এগুলো হাজার বছরের পুরানো গোসানিমারীর রাজপাটের (Gosanimari Rajpat) নিকটস্থ চন্ডীর পাটের ছবি। অনেকে দাবি করেন বর্তমান গোসানিমারীর কামতেশ্বরী মন্দির নির্মাণের পূর্বে এই চন্ডীর পাটে দেবীর 'থান' ছিল। খুবই পরিতাপের বিষয়, মানুষের লোভের কারণে এখন সেই পবিত্র স্থানটির শেষ চিহ্ন মুছে যেতে বসেছে। আমার বিনীত আবেদন উক্ত পবিত্র স্থানটি সংরক্ষণ করে ইতিহাসকে সংরক্ষণ করা হোক।
গোসানিমারী রাজপাটের নিকটবর্তী চন্ডী পাঠের কিছু ছবি। Chandirpat Gosanimari Rajpat
March 28, 20250 minute read