বিজেপির ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতির ব্যাপারে কি কৈল্ বিজেপিরে বিধায়ক বিষ্ণুপ্রশাদ শর্মা।
উত্তরবঙ্গ আলাদা রাজ্য বা UT করার ব্যাপারে তৃণমূল বিজেপি ভাইভাই বাকী যতই মারামারি কাটাকাটি খুনাখুনি হোক না ক্যানে। কাজেই এইসব দোগলা (double standards) রাজনৈতিক দলগুলাক বর্জন করি এটেকার সগায়মিলি একে ছাতার তলত আসি রাজনীতি করা বেশী মর্যাদার। এটেকারও অনেক সাইনবোর্ড মার্কা দেশী দলগুলাও টাকা খাওয়ার জন্যে সাইনবোর্ড বানে থুচে, এইলার কাজ খালি এটেকার আন্দোলন গুলাক পন্ড করা।