অঙ্গনার স্বপ্ন দর্শন, কান্তেশ্বরের জন্ম, কামতেশ্বরী মন্দিরের বড় দেউরীগণ
Kamatapuri Literature - Gosanimangal
[ পয়ার ]
[ প্রথম লহরী]
[ অঙ্গনার স্বপ্ন দর্শন]
[ ২য় লহরী ]
[ চণ্ডী বন্দনা]
[ কান্তেশ্বরের জন্ম]
পরবর্তী অংশের জন্যে নিচত ক্লিক করেন..
কামতেশ্বরী মন্দিরের বড় দেউরীগণের বংশাবলী
১। রতিনাথ ঝা।
২। রামচন্দ্র ঝা।
৩। রঘুনাথ ঝা।
৪। শতজীব* ঝা।
৫। প্রদ্যুত ঝা।
৬। বীরনারায়ণ ও হরপতি ঝা।
৭। গঙ্গাপ্রসাদ ঝা (বীরনারায়ণের পুত্র)।
৮। কৃষ্ণনারায়ণ, বিষ্ণুপ্রসাদ, ভবানীপ্রসাদ ও শিবনারায়ণ ঝা।
৯। কালীপ্রসাদ ঝা (ভবানীপ্রসাদের পুত্র)
১০। খড়গনাথ ঝা (ভবানীপ্রসাদের কৃত্রিম পুত্র)
১১। যজ্ঞনাথ ঝা (খড়গনাথ ঝার ১ম পুত্র)
১২। কাশীনাথ ঝা (খড়গনাথ ঝার 2য় পুত্র)
(পরবর্তীতে কায় দেউরী হৈচেন বা এলা বর্তমানে কায় আছেন, কাংও জানিলে দয়া করি কমেন্টত জানে দিবেন)
References: Gosani Mangal by Shri Harishchandra Pal and Gosani-Mangal by Shri Nripendranath Pal. I observed some differences in words/sentences between these two books. The above words are mainly taken from Gosani Mangal by Shri Harishchanda Pal.