বাংলা কবিতা - আষাঢ়। রোহিত বর্মন

VSarkar
0
আষাঢ় কবিতা

আষাঢ়

রোহিত বর্মন

ঋতুর রাজা তুমি, আষাঢ়ের রাজা তুমি।

আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, ঝিম ঝিমানি রোদ।। 

 আষাঢ় এল, আষাঢ় এল, এলো খুশির বাণ। 

 আষাঢ়ের জলে স্নান করবো, কি মজা কি মজা বল। 

 আষাঢ়ের জলে ফুলিয়ে উঠবে, তিস্তা, তোর্সা, ধরলা আর মানসাই।

 কি মজা ভাই কি মজা, আয় মাছ ধরতে যাই। 

 আষাঢ় মাসে সবার ঘরে, কি সুন্দর মাছের গন্ধ আসে। 

 ঝিম ঝিমানি বৃষ্টি, আষাঢ় মাসের সৃষ্টি।। 

 আষাঢ় এলো, আষাঢ় এলো, ও ভাই আষাঢ় এলো যে। 

 আষাঢ় মাসের বৃষ্টি, বর্ষাকালের সৃষ্টি। 

 আষাঢ় গেলো আষাঢ় গলো, গেলো বর্ষার বৃষ্টি। 

 আষাঢ় তুমি আসবে কবে, বলে যাও আমার মনকে।।


# Kamata Kabita

Post a Comment

0Comments

Post a Comment (0)