ভাষার ঝগড়া
রোহিত বর্মন
রাজবংশী, মুই রাজবংশী।
মুই কং রাজবংশী ভাষা না,
কামতাপুরী ভাষা মুই এ জানং এলাং,
তোমাক কেংকরি কং।।
মুই খাটি রাজবংশী,
মোর বাপ কয় কামতাপুরী ভাষা।
কাকা কয় রাজবংশী ভাষা।
মুই এলা কোনটা কং মুই এ বুজির না পাং।
বাপক কং কেনে এই কেন কেছাল?
বাপ কয় বুঝবু না বেটা।
কাকাও ওই ঘুরিয়া ফিরিয়া কয় একে কথা।
হায়রে কপাল কতদিনে থামবেএইক্যান কেছাল?
মুই বুঝলুংনা এলাং।।
# Kamata Kabita