অনুপ্রেরণা
পছে যাওঁয়া সভ্যতার,
নষ্ট মানবতার
উৎকট গন্ধে
নিজের ভব্যতা এবং শালীনতা রক্ষার্থে,
সকলে নাক কোচিয়ে নিলেও
সেই দুর্গন্ধের মাজেওঁ,
হয়তো !থাকিতে পারে
কিছু স্বচ্ছতা-নির্মলতা,
প্রবাহমান হতে পারে
সুগন্ধি মলয়া।
শুধু প্রয়োজন————–,
একটি অন্বেষণী মন এবং
একমুঠো প্রেমময়-স্বার্থহীন
অনুপ্রেরণা————————।
(কলমে—–চন্দন বর্মণ)