কোচবিহারের বিমান পরিষেবা? Coochbehar Airport

VSarkar
0 minute read

রাজনৈতিক টানাপোড়েনত কোচবিহারের বিমান পরিষেবা বন্ধের মুখত! বিগত 4-5 বছর ধরি এই টানা হ্যাচরা চলির ধৈরচে বিমান পরিষেবা নিয়া। এটা কোনো নয়া ব্যাপার নোমায়।

বিমান পরিষেবা
পোশনো হৈল্ কোচবিহারে যদি বিমান পরিষেবা চালুই হয় তালে নানান টিকিট বুকিং ওয়েবসাইটলাত (যেমন makemytrip, yatra.com, goibibo.com etc.) কোচবিহার থাকি ভারতের নানান জাগার এয়ারপোর্টলার লিস্ট তো আইসে না। এয়ারপোর্ট লিস্টত কোচবিহারের নামে নাই।

এক্ষেত্রত বিমান পরিষেবা বন্ধ না কওয়ায় ভাল কারন বিমান পরিষেবা কোনো কালেই চালু হয়নাই। মাঝেমধ্যে খানেক হুজুগে সার।