Book: "কোচবিহারের ইতিহাস" (বাংলা)
লেখক: হেমন্ত কুমার রায় বৰ্মা।
কোচ ভাষার উপরা খুবে ভাল্ তথ্য দিছে বই খানত।
কোচ ভাষার কোনো লিপি নাই। গানলা মৌখিক সাহিত্য। নিচত কোচ ভাষার এটি গান তুলি ধরা হৈল।
"অ সোনা দহন্ আমায়, নাত্মাং বিয়াং লাইনা।
এহেন্ সোনা নকদুর বাকায় তানতানা, লরায় তান্ তালা।
ও দহন সোনা আমায় মিংলই চানা।
ও দহন সোনা আমায় নিংলাই চানা
সোনা গানদা দাদা না বিতায় সারায়না।
*অৰ্থাৎ: 'হে আমাৰ অত্যন্ত আদরের সোনা মা, আমরা কোথায় যাইতেছি? এইতার মত সোনা ঘর দুয়ার ছাড়িয়া আমরা কোথায় যাইতেছি? হে আমার আদরের মা, আমরা যাব না, এই সোনার মত দাদা ছাড়িয়া কেমন করিয়া যাব?"