মোরগ দাদু মঙ্গলাকান্ত রায় - সারিন্দাবাদক । Mangalakanta Roy

VSarkar
mangalakanta roy

সারিন্দাবাদক / সারিঞ্জা বাদক মোরগ দাদু মঙ্গলাকান্ত রায়। Morog Dadu Mangalakanta Roy, Sarinda Player

কামতাপুরের অধিবাসী সারিন্দাবাদক (সারিঞ্জা বাদক)  মঙ্গলাকান্ত রায়ের (Mangalakanta Roy, Sarinda / Sarinja Player) হাতের সারিন্দায় হামেশাই নানা পশুপাখির ডাক শুনতে পাওয়া যায় যা শ্রোতাদের অতীতকাল থেকে মুগ্ধ করে এসেছে। এর সুবাদেই তিনি ‘মোরগ দাদু' (Morog Dadu) নামে পরিচিত। মঙ্গলাকান্ত রায়ের জন্ম ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি এলাকায় (Gadhearkuthi, Dhupguri)। বর্তমানে ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামে নিজে বাড়ি করে বসবাস করছেন এবং ওঁনার বয়স ১১৬ বছরের কাছাকাছি। 

ছোটবেলাতেই তিনি বাবা-মাকে হারিয়েছেন। সেই অসহায় অবস্থায় তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দু’মুঠো খাবার খেয়ে জীবন কাটাতেন। মাত্র ২০ বছর বয়সে খমক বাজাতেন বাড়িতেই। টলমোহন অধিকারী নামে এক ভিক্ষুকের সারিন্দা বাজানো দেখে এবং বাজনার সুর শুনে তিনি মুগ্ধ হয়ে পড়েন। নিজের কিছু জিনিস বিক্রি করে পাঁচ টাকায় মঙ্গলাকান্ত বাবু একটি সারিন্দা কিনেছিলেন। সারিন্দা কীভাবে বাজায় তা শেখার জন্য অন্ধক নামে এক সারিন্দাবাদককে গুরু বানিয়েছিলেন। পশুপাখির ডাককে কীভাবে সারিন্দায় তুলতে হয় তা ওঁনার কাছ থেকেই শিখেছেন। 

সারিন্দাবাদক সূত্র ধরেই উত্তরবঙ্গ তথা কামতাপুরের (Kamatapur) নানা জায়গা থেকে অনুষ্ঠানের বরাত পাওয়া শুরু।  ৯০ বছর বয়স পার করার পর দিল্লির প্রগতি মঞ্চে তিনি অনুষ্ঠানের ডাক পান। সারিন্দা বাদ্যযন্ত্রে তাঁর বাজানো মোরগের ডাক দিল্লীর দর্শক-শ্রোতাদের খুবই মুগ্ধ করেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালে দার্জিলিংয়ের এক সরকারি অনুষ্ঠানে তাঁকে ‘বঙ্গরত্ন’ সম্মানে সন্মানিত করেছেন৷ ২০২৩ সালে ভারত সরকার মোরগ দাদু মঙ্গলাকান্ত রায়কে পদ্মশ্রী সন্মানে ভূষিত করেন।

padmashree mangalakanta roy

ভারতের মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া সারিঞ্জা বাদক, কিংবদন্তি শতোর্ধ মঙ্গলাকান্ত রায়ের হাতে পদ্মশ্রী তুলে দিলেন, 22 March 2023

See Video

Read in English -

Mangalakanta Roy, Sarinda / Sarinja Player, a native of Kamtapur, often hears the call of various animals on his Sarinda, which has enthralled the audience since time immemorial. Due to this he is known as 'Morog Dadu'. Mangalakant Roy was born in Gadhearkuthi area of Dhupguri block. At present, he is living in Dholaguri village of Amguri village-panchayat of Mainaguri and he is now approximately 116 years old. 

Padmashree Mangala kanta Roy

Me with Morog Dadu [Padmashree Mangala Kanta Roy]

He lost his parents in childhood. In that helpless condition, he used to spend his life by taking shelter in other people's houses and eating two handfuls of food. At the age of 20, he used to play Khamak at home. He was fascinated by seeing a beggar named Tolmohan Adhikari playing the Sarinda and hearing the melody. Mangalakant Babu bought a Sarinda for five rupees by selling some of his possessions. To learn how to play Sarinda, he took a Sarinda player named Andhak as his guru. From him he learned how to pick up the calls of the animals.

According to Sarindabadak sources, started getting quotes of the program from various places in North Bengal namely Kamatapur. After crossing the age of 90, he got a call to perform at Delhi's Pragati Mancha. His playing of the Sarinda instrument, the rooster's call, enthralled the audience in Delhi. West Bengal Chief Minister Hon'ble Mamata Banerjee honored him with 'Banga Ratna' at an official function in Darjeeling in 2017.