ষােলাে পইতা - কামতা সংস্কৃতি / Sholo Poita, Baro Poita, Noi Poita, Tin Poita
এই খেলায় দুইজন খেলোয়াড় থাকে। ওদেরকে সমর্থন করার জন্য দুই দলকে ঘিরে অনেকে বসেন। প্রত্যেক খেলােয়াড় হাতে চার গণ্ডা বা যােলােটি পাট কাঠির টুকরো বা কড়ি বা কুমড়ার বিচি বা লাউয়ের বিচি নিয়ে, সেগুলিকে লাইনের ক্রসিং-এ বা পার হবার জায়গায় রাখে।
খেলোয়াড় নিজের ইচ্ছে মতাে তাঁর হাতের গুটি থেকে ছকের ওপর গুটি রাখেন। ছকের ওপর সব গুটি একসঙ্গে রাখা হয় না, গুটি খাবার নিয়ম চকর চাল খেলার মতােই। কিন্তু এই খেলায় প্রতিটি খেলােয়াড় পর পর তিনটি ক্রসের ওপর গুটি রাখার চেষ্টা করে আর অন্য দল তার গুটি এমনভাবে রাখে যাতে সেই কাজ সম্ভব না হয়। কোনও দল যদি ধারাবাহিক ভাবে ছকের ওপর গুটি রাখতে পারে তবে সে যে-কোনও জায়গা থেকে ছকের বাইরে অন্য দলকে নিয়ে গিয়ে তার গুটি খেতে পারে। যে অন্য দলের সব গুটি খেতে পারে বা যে গুটি এমনভাবে সাজাতে পারে যে অন্য দলের পালাবার পথ থাকে না, সেই হয় বিজয়ী।
ছকের নকশা দেখলে ষোলো পাইতা খেলা নিয়মকানুন বোঝা যাবে:
ষােলাে পইতা
ছকে এর মধ্যে 5-এর জায়গায় কোনও দল তাদের গুটি রাখতে পারলে বিজয়ী হয়। 12 টি
গুটি, নয় বা তিন গুটি দিয়েও খেলা যায়। তাদের তখন বলে ‘বারাে পইতা’, ‘নয়
পইতা’, আর ‘তিন পইতা’ খেলা। ছকের নকশাও তখন অন্যরকম হয় যা নীচের ছবি দেখলেই বোঝা যাবে।
তিন পইতা
নয় পইতা
বারাে পইতা