কামতাপুর আন্দোলনে শহীদ ব্যক্তিগণ / Kamatapur Movement Martyrs

VSarkar
Kamatapuri martyrs
১৯৬৯ সাল  থেকে ২০২২ সাল পর্যন্ত কামতাপুর আন্দোলনে অংশগ্রহণকরী বা কোচবিহার জনজাতীর জাতীয়তাবাদী আন্দোলনকারী শহীদ ব্যক্তিগণ (Kamatapur Movement Martyrs)। 

আলিপুরদয়ার জেলার শহীদ ব্যক্তিগণ (Kamatapur Movement Martyrs)

শ্যামসুন্দর দাস, কান্দুরা দাস, কমলেশ দাস, নাবুলু দাস, দিঘা দাস, জিতেন দাস, দীপক রায়, রোহোনী কান্ত বর্মন, রাহুল রায়, সনত রায়, সুদেন দাস, প্রজিৎ দাস, সুদেব দাস, রাজেশ দাস, লাদেন বরুয়া, ভারতী দাস, তাপস দাস ।

জলপাইগুড়ি জেলার শহীদ ব্যক্তিগণ (Kamatapur Movement Martyrs)

সুরেশ রায়, হরিপদ রায়, যগেশ রায়, রমনী রায়, শিশুমোহন রায়, জগদীশ রায়, গজেন রায়।

দার্জিলিং জেলার শহীদ ব্যক্তিগণ (Kamatapur Movement Martyrs)

জয়লাল সিংহ, মনু রায়, গৌতম সিংহ, শ্যামল সিংহ, নরেশ রায়, মহেশ সিংহ, সানু রায়, বিকাশ সিংহ, দিলীপ বর্মন, নীরেশ সিংহ।

কোচবিহার জেলার শহীদ ব্যক্তিগণ (Kamatapur Movement Martyrs)

স্মৃতি পাটয়ারী, সুকুমার বর্মন, জগদীশ বসুনীয়া, বিসাধু বর্মন, চিত্য রায়, দীপক অধিকারী, কালীপদ রায়, শম্ভু রায়, তাপস রায়।

  • শহীদ তাপস দাস এর মৃত্যুর তারিখ ২৫শে এপ্রিল ২০০৮ জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার। প্রজিৎ দাস ও রাধাকান্ত কঁঙোর আলিপুরদুয়ার স্পেশাল জেল ও কালিপদ বর্মন মেখলীগঞ্জ সাব-জেল
  • নিখোঁজ মাইকেল ওরফে বাচ্চু রায়
  • গুলি বিদ্ধ- পঙ্গু লেম্বু দাস ও অনিতা রায়


@English version

Martyrs of Kamatapur Movement since 1969 to 2022.

Martyrs from Alipurduar 

Shyamsundar Das, Kandura Das, kamalesh Das, Nabulu Das, Digha Das, Jiten Das, Dipak Roy, Rohini Kanta Barman, Rahul Roy, Sanat Roy, Suden Das, Prajit Das, Sudeb Das, Rajesh Das, Laden Barua, Bharati Das, Tapas Das. 

Martyrs from Jalpaiguri 

Suresh Roy, Haripada Roy, Jogesh Roy, Ramani Roy, Shishumohan Roy, Jagadish Roy, Gajen Roy. 

Martyrs from Darjeeling 

Jailal Singha, Manu Roy, Gautam Singha, Shyamal Singha, Naresh Roy, Mahesh Singha, Sanu Roy, Bikash Singha, Dilip Barman, Niresh Singha. 

Martyrs from Coochbehar 

Smriti Patowari, Sukumar Barman, Jagadish Basunia, Bishadhu Barman, Chitya Roy, Dipak Adhikari, Kalipada Roy, Shambhu Roy, Tapas Roy. 

  •  Martyr Tapas Das died on 25th April 2008 (Jalpaiguri Central Jail). Prajit Das and Radhakanta Kungor – Alipurduar Special Jail, Kalipada Barman – Mekhliganj sub-jail
  • Missing – Michael alias Bacchu Roy
  • Buletted – handicapped Lembu Das and Anita Roy

Points to be Noted: 

Kolkata oriented West Bengal  Government from the sense of race – hatred (Bengali vs Kamatapuri) did this massacre. They misused power of administration, mishandled police department with the help of local politics. Political race – hatred converted to social race hatred. We can easily distinguish the martyrs from their name & surnames that they are originated from kamata Coochbehar, not migrated from other parts of India or Bangladesh.