নারায়ণী রেজিমেন্ট হৈবে বাংলার রেজিমেন্ট মানে কলিকাতা পরিচালিত বাংলা ও বাঙালির রেজিমেন্ট। যা সাংসদের কথাত পরিস্কার। ভাই, হলদিয়া রাজবংশী কামতাপুরী বাদ দিয়া কয়জন অরাজবংশী বাঙালী মানষি নারায়ণী সেনার জন্যে আন্দোলন করিচে? দিল্লী গেইচে? গুলি খায়া মরিচে?
এই রেজিমেন্ট ওত কোচ আর রাজবংশী জন্যে কোনো সিট কি সংরক্ষিত আছে? হায়ার পোস্টলাত অরাজবংশী থাকিবে আর লাইন ধরি অরাজবংশী ঢুকিবে, যেমনটা হয়।।
মানে জমি হালাইলেন তোমরা, রোয়া গাইরলেন তোমরা, করণীয় কুল্লায় তোমরা কৈরলেন। খালি ধান ব্যাচে পাইসা উমারলার পকেটত।
পোথোম কয়বছর লোক দ্যাখানি কিছু বেশী বেশী কোচ রাজবংশী ঢুকাইবে। যেলা ভালে কয় বছর যাইবে, সৌগ ঠান্ডা, রাজনীতিতো পালা বদল হৈবে, মহারাজও রিটায়ার্ড সেলা সুরসুরি উমার কাজ উমরা শুরু করিবে। নারায়ণী সেনাত কোচ রাজবংশীই খুজি পাওয়া যাইবে না।
সেলা আরো নয়া করি আন্দোলন করেন যাতে নারায়ণী সেনাত কোচ রাজবংশী চ্যাংরালা চান্স পায়।
Author: V.Sarkar