বিজ্ঞানের আবিস্কার / জিবার স্পর্শের সাহায্যে অন্ধ মানসি দেখির পাইবে।

VSarkar
blind people can see

জিবার স্পর্শের সাহায্যে অন্ধ মানসি দেখির পাইবে

With the help of tongue and sensory substitution device.

যেদু হামরা কই যে বিজ্ঞানের একটা নয়া আবিষ্কার হৈচে যার সাহায্যে লক্ষ লক্ষ কানা বা অন্ধ মানসি দেখির পাইবে বা খানেক হৈলেও উপকার পাইবে। অনেকেই কৈবে এটা আর কি জিনিস এমন আবিষ্কার তো হামেশায় হয় বা হবার ধৈরচে। 

কিন্তুক হামরা যেদু কই যে কানা বা অন্ধ মানসি যার চখু একেবারে নাই তায়ও দেখির পাইবে কিন্তুক সেইটা কৈরবে তার জিবার সারফেস এর সাহায্যে। ব্যাপার শুনিতে খানেক হৈলেও খটকা নাগে। 

হ্যা ব্যাপারটা ঠিকে। বিজ্ঞান এমনে একটা সেনসরি সাবস্টিটিউশন ডিভাইস (sensory substitution device) আবিষ্কার করিচে যা ব্রেইন (brain) এর খানেকটা ব্যবহার করিবে চমৎকার ভাবে। ঐই ডিভাইস টা পরিবেশের  ভিসুয়াল (visual) তথ্য নিয়া  তা শব্দ আর স্পর্শ (sound and touch) এ ট্রান্সলেট (translate) করিবে, আর কানা বা অন্ধ মানসির ব্রেইন সেইটাক ভিসুয়াল আকারে নিবে বা interpret করিবে। 

মানসির ব্রেইন এর অসীম ক্ষমতা যা হামার বিশ্বাসের বায়রা। Brainport®️ V100 এই সেই সেনসরি ডিভাইস যা অন্ধ মানসির জন্যে খানেকটা হৈলেও উপকারী। 

# Blind people can see with the help of tongue and sensory substitution device.