পন্চানন সদ্ভাবনা সন্মান ডঃ মহেন্দ্রনাথ রায় মহাশয়ক - সোদর সামাজিক সংস্থার (মাথাভাঙ্গা) পক্ষ থাকি। Sodar Welfare Organization

VSarkar

sodor samajik sanstha

মানী অধ্যাপক ডঃ মহেন্দ্রনাথ রায় মহাশয়ক পন্চানন সদ্ভাবনা সন্মান সোদর সামাজিক সংস্থার (মাথাভাঙ্গা) পক্ষ থাকি 

9, 10 আর 11ই অক্টোবর 2019 তারিখত মাথাভাঙ্গাত আয়োজিত শ্রী শ্রী আঈ ভান্ডানী পূজা (Sri Sri Aai Bhandani Puja and Utsab) আর উৎসবত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মানী অধ্যাপক ডঃ মহেন্দ্রনাথ রায় (Dr. Mahendranath Roy) মহাশয়ক শ্রদ্ধার সাথত পন্চানন সদ্ভাবনা সন্মান 2019 (Panchanan Sodbhabona Sonman 2019) প্রদান করা হৈল্ “সোদর সামাজিক সংস্থা” (Sodar Welfare Organization - Mathabhanga) – র পক্ষ থাকি।

mn roy sodar

সোদর সামাজিক সংস্থা দীর্ঘকাল থাকি সামাজিক আরো সাংস্কৃতিক কাজের সাথত যুক্ত। “আইসো ফিরিয়া দেখি মাটির ভিতি ” – এই হৈল্ সোদর সামাজিক সংস্থার মূল মন্ত্র

Panchanan Sodbhabona Sonman to Dr Mahendra Nath Roy - Sodar Welfare Organization, Mathabhanga

sodar welfare

ডঃ মহেন্দ্র নাথ রায় মহাশয়ের গবেষনামূলক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত ভাবে জানির গেইলে নিচের লিংকত ক্লিক করেন।

>>>Dr. M.N. Roy