আঠারো বছর বয়স
রোহিত বর্মন
হে মোর আঠারের কিশোর,
এবার জাগো আর ওঠে দেখ
সমাজ দেশকে।
ধ্বংস লীলায় মুগ্ধ আমরা,
রক্ষা করিবে তাহারে কে।
হে মোর আঠারের কিশোর,
আর ঘুমাবে কত, এবার ওঠে
আসো দেশ গড়ার লড়াই এ।
আঠারো বছর নবদিগন্ত পথের,
সন্ধানে এগিয়ে চলো যে।
শত শত জঞ্জালের মাঝে খাটি
সোনা আঠারো বছর যে।
আঠারো বছরের সেই ক্রোধ,
বহিঃপ্রকাশ কোরো সমাজের মাঝে।