সৌমিত বর্মন SonyLiv (Soumit Barman) কামতাপুরী ভাষাত কথা কবার জানেনা!

VSarkar
Soumit barman সৌমিত

সোশাল মিডিয়াত একটা কমেন্ট দেখলুং, কায় একজন লেখিছে বা কমেন্ট করিচে যে সৌমিত বর্মন (Super dancer SonyLiv Soumit Barman) আঈ ভাষাত বা কামতাপুরী / রাজবংশী ভাষাত কথা কবার পায়না, তো উয়াক ভোট দিয়া কি হৈবে? কথা হৈল্ কোচরাজবংশী (kochrajbanshi) সৌমিত বর্মন যদি কামতাপুরী ভাষাত কথা কবার না পায় সেটা কি উয়ার দোষ? দোষটা হৈল্ উয়ার গার্জিয়ানের তথা বাবা আর মাওয়ের। বাবা আর মাও যদি না জানে তালে উয়ার ঠাকুর্দা/ ঠাকুমার আর দাদু/দিদিমা বা আজু/আবোর।। যাই হোক ছোট্ট এখনা ছাওয়া যায় সনি টিভির (SonyLiv) মতন এখান বড় প্ল্যাটফর্মত গেইচে আর যেটে ভোটিং সিস্টেম রাখিচে তাতে এইনাকান কথা কওয়া মানায় না। দোষটা হামার, হামার আগের প্রজন্মের বা তারও আগের প্রজন্মের যায় হামারলার কামতাপুরী ভাষাক স্বীকৃতি দিবার পারে নাই বা ভাষার গুরুত্ব বোঝে নাই। কামতাপুরী আর রাজবংশী নিয়া খালি কেচালে করিচে আর এলাও কেচাল করিল ধৈরচে। স্কুলত আঈ ভাষাত শিক্ষা একটা বড় জিনিস, স্কুলত আঈ ভাষাই হৈল্ প্রাথমিক ধাপ যেটা পরবর্তী তে সামাজিক কাজত ব্যবহার হৈতে বাধ্য নাহৈলে হীনমন্যতা বা ঐ ভাষা সামাজিক ক্ষেত্রত ব্যবহার করিতে নৈজ্যা খাওয়া আবশ্যিক।

Soumit Sony Liv

এটি সৌমিত বর্মনের কোনো দোষ নাই। দোষ হামার আর হামার আগের প্রজন্মের মানষিলার।

সগায় সৌমিত বর্মনের ড্যান্স দেখো, ভাল্ নাগিলে বেশি বেশি করি ভোট দেও আর জিতাও।

যতই শিক্ষিত হননা কেনে নিজের বেটা বেটিক কামতাপুরী /রাজবংশী ভাষা শিখান, দৈনন্দিন জীবনত ব্যবহার করেন। মুই সৌগ সমায় এই চেষ্টা করং প্রতিকূল পরিস্থিতিতও।

ধৈন্যবাদ VSarkar