কামতাপুরী দোল সোয়ারী। Dol Soari Kamatapur

VSarkar
কামতাপুরী দোল সোয়ারী

দোল সোয়ারী বা দোল পূর্ণিমা কামতাপুরী মানষির এক বিশেষ উৎসব। দোল সোয়ারীর দিন আবির খেলার সাথত ঠাকুর পূজাও হয়। দোলের দিন বড় কোন মাঠ পরিস্কার করি সগারে বাড়ি হাতে ঠাকুরের খাট পাল্কির নাকান করি নিয়া আইসা হয়। তারপর লাইন ধরি ঠাকুরের খাট সাজেয়া ঠাকুর পূজা করা হয়।

দোল সোয়ারী