বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ফি জমা দেওয়া নিয়ে অভিভাবকরা আজকাল খুবই চিন্তিত। করোনার প্রকোপে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। শিলিগুড়ির অবস্থা আরো সংকটজনক, যেহেতু রাজ্য সরকার শিলিগুড়িকে হট জোনের তালিকাতে রেখেছে। এরই মধ্যে শিলিগুড়ির বিভিন্ন বেসরকারি স্কুলগুলির ফি ফতোয়া নিয়ে অধিকাংশই অভিভাবক চিন্তাগ্রস্ত। লকডাউনের জেরে অনেকেরই রুটিরুজিতে টান পড়েছে। তার উপর বর্ধিত ফি নিয়ে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনড় ভাব প্রকাশ করছে।যদিও শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় সোশাল মিডিয়ায় বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর জন্য বার্তা দিয়েছেন।শিলিগুড়ির কিছু শিক্ষা প্রতিষ্ঠান আবার প্রতিবছর বর্ধিত হারে রি-অ্যানুয়াল ফি নেয় যার পরিমান কমসম নয়। ডিপিএস, শিলিগুড়ি যেমন প্রতিবছরই প্রায় 10% হারে ফি বাড়িয়ে দেয়।
এর সঙ্গে আবার টিউশন ফি ও ট্রান্সপোর্ট ফি রয়েছে। এই মুহূর্তে যেহেতু স্কুল বন্ধ রয়েছে সেক্ষেত্রে স্কুল বাস চলছে না কিন্তু অভিভাবকদের পুরোপুরি বর্ধিত হারে ট্রান্সপোর্ট ফি জমা দেওয়ার কথা বলা হচ্ছে, এও ফতোয়া জারি করা হয়েছে যে টাকা দিতে দেড়ি করলে প্রতিদিন 10 টাকা হারে ফাইন সহ পুরো টাকা জমা দিতে হবে।
DPS, Siliguri / এক অভিভাবকের FB পোস্ট
FY/ Class iv-v (e.g.) | Re-Annual Fee, Rs. | Transport Fee, Rs. | Tuition Fee, Rs. |
2019 – 2020 | 18000 | 1700 | 3100 |
2020 – 2021 | 20000 | 1800 | 3450 |
% Hike | 11.1 | 5.88 | 11.29 |
Delhi Public School, Siliguri
Note: Guardian of all private schools are requested to put comments here without any hesitations.