খেয়ালী বর্মনের ছোট্ট কবিতা। Kheyali Barman

VSarkar
Kheyali Barman poem

রাজবংশী - কামতাপুরী ভাষাত খেয়ালী বর্মনের ছোট্ট কবিতা কিন্তুক মেলা পোশনো তুলি ধরিল্

ল্যাখা আরো কবিতা পাঠ: খেয়ালী বর্মন

উবজন: ২রা নভেম্বর ১৯৯২

জাগা : সাহেবগন্জ, দিনহাটা, কোচবিহার 

খেয়ালী বর্মন ফিজিক্সত মাস্টার ডিগ্রী আরো বিএড কমপ্লিট করিচে। 

Kheyali Barman [VIDEO] 

Aai Bhashar Gurutto....poem by Kheyali Barman. 

মন্তব্য:

এই কবিতার ভাবার্থ আশা করা যায় সগায় বুঝিচে যায় যায় গেরাম থাকি পড়াশুনা করিচে। শহরান্চল থাকি যায় যায় পড়াশুনা করিচে উমারো বেশীর ভাগের একে অবস্থা, শুদ্ধটা কাংও কবার পায় না এই অন্চলের অন্তত। কোচ রাজবংশী কামতাপুরী ছাওয়ালার এইটায় হৈল্ বড় ট্রাজেডি। অতীতকাল থাকি রাজনীতির কারিগরলা কুল্লায় বুঝিচে খালি এখুনা জিনিস বোঝার চেষ্টা করে নাই। হয়ত জাগার, ভাষার, কৃষ্টির, সংস্কৃতির আধিপত্যের ব্যাপার স্যাপার আছে। এলাও যে ঐ কারিগরলা বুঝিয়াও না বুঝির ভান করির ধৈরচে সেইটাও পরিস্কার নাহৈলে একে ভাষার দুইটা নাম দিয়া দুইটা অ্যাকাডেমি খুলি থোয়। এই প্রজন্ম অন্তত এই ব্যাপারলা জানির পাবার ধৈরচে, পরের প্রজন্ম কিন্তুক ছাড়ি কথা কৈবে না – দৃঢ় বিশ্বাস।