পুকুর খনন করতে গিয়ে প্রাচীন কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেল কালিয়াগন্জে। Black stone Idol

VSarkar
idol in pond kaliaganj

উত্তর দিনাজপুর জেলার  কালিয়াগঞ্জ থানার অন্তর্গত, দিলালপুর গ্রামে আজকে একটি পুকুর খনন করতে গিয়ে প্রাচীন কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে।

কালিয়াগন্জ থেকে উত্তর দিকে এই গ্রাম যা  বুড়া শিপতলা নামেই সবাই চেনে বা জানে। 
অতীত কামতাপুর রাজপাট বা কিছু দিন আগে বালুরঘাটের তপন দিঘী খুড়তে গিয়েও একই রকম কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে যা এই অন্চলের প্রাচীন কামতার ইতিহাসের নিদর্শন। 

black stone idol
*Collected

black stone idol
*Collected