করোনা আক্রান্ত 500 ছাড়াল। Corona Latest update...

VSarkar
1 minute read
corona latest update

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের সংখ্যা 519 ছাড়াল। এর মধ্যে 43 জন বিদেশী নাগরিকও রয়েছে। পশ্চিমবঙ্গ আর হিমাচলে করোনায় আক্রান্ত হয়ে একজন করে মারা গেছে।

 বিহার – 1

পান্জাব – 1

কর্ণাটক – 1

গুজরাত – 1

দিল্লী – 1

মহারাষ্ট্র – 2

সবমিলে এখোনো পর্যন্ত 9 জন করোনার বলি হয়েছে।

👉জাপান, 2020 অলিম্পিক বাতিল করলো যা 24 জুলাই থেকে 9 আগষ্ট হওয়ার কথা ছিল। পরের বছর গ্রীষ্মে অনুষ্ঠিত হবে।

👉কেরালায় নতুন করে আরো 14জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

👉ইওরোপ মহাদেশে 2 লাখ এর উপরে মানুষ করোনা আক্রান্ত।

👉কলকাতা হাইকোর্ট আর জেলা কোর্ট গুলো 9 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

👉ইন্ডিগো বিমান পরিষেবা সংস্থা 31 শে মার্চ পর্যন্ত সমস্ত টিকিট ফ্রি ক্যান্সেলেশন করার আশ্বস্ত করল।

👉উত্তর প্রদেশে নতুন করে 2টি করোনা পজিটিভ কেস ধরা পরল।

👉ভারত থেকে সমস্ত রকম স্যানিটাইজার রপ্তানী বন্ধ হল।

👉কেন্দ্রীয় বিদ্যালয় (KV) ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল পরীক্ষায় বসতে পারুক বা না পারুক।

👉 উত্তর পূর্ব ভারত এখোনো করোনা মুক্ত। সবাই সচেতন থাকুন যাতে করোনা মুক্তই থাকে।

# West Bengal # Uttarbanga # Corona virus # COVID-19