তৃতীয় স্থান অধিকার তুফানগঞ্জের রুম্পা কার্যীর। Rumpa Karjee
রাজ্য যোগাসন প্রতিযোগিতাত তৃতীয় স্থান অধিকার করিলেক তুফানগঞ্জের রুম্পা কার্যী। বেঙ্গল যোগা স্পোর্টস প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন আরহ জগাছা শক্তি সংঘের পরিচালনাত রাজ্য যোগাসন প্রতিযোগিতা হয় হাওড়া জেলাত। ওটিখোনা 18 থাকি 25 বছর বিভাগত তৃতীয় স্থান অধিকার করে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী রুম্পা কার্যী।