কবিতার নাম কাঙ্গাল মুই - কবি রোহিত বর্মন।

VSarkar
0
kangal mui kabita


কাঙ্গাল মুই

📝রোহিত বর্মন

কবি মুই কাঙ্গাল!
ক্ষ্যাপা ধনি নাল।
মানষির আইসে নাই এলাং চেতন!
আরো আইসে নাই এলাং হুস।
মুই কাঙ্গাল!
জানিস না তুই ,
কেনে কাঙ্গাল মুই!
মোর চিকরন শুনি না আইসে কাউ,
মুই গালা ফাটিয়া চিকরু তাউ!
চোখের আগালত ঘুরে মানষি
পাছ ফিরি তাং দেখে
না হুটা কোন মানষি।
মুই মোর ভাষার কাঙ্গাল!
মুই মোর জাতির কাঙ্গাল!
মুই মোর সংস্কৃতির কাঙ্গাল!
মুই মোর মাওয়ের কাঙ্গাল!
মুই কবি কাঙ্গাল!!
আকাশের তারা করে নিবু টিপু
আকাশের তারার মতো মুই ও,
অসীম মানষির ভিতরত নিবু টিপু।
মুই কাঙ্গাল!
মাওয়ের ভাষাত কাথা কবার!
মুই কাঙ্গাল!
মাওয়ের কোলাত বসি রবার!
ওই অসীম ভিরের ভিতরত
আসিম মুই কাঙ্গাল রূপে।
আসিয়া দেখিম আর শুনিম
ধন্য হুইম তোমার গুনে।

# Kamata Kabita

Post a Comment

0Comments

Post a Comment (0)