কবিয়াল অসীম সরকারের বিরুদ্ধে থানাত এফ.আই.আর (F.I.R)/ Kabial Ashim Sarkar

VSarkar
কবিয়াল অসীম সরকার

কুরুচিকর মন্তব্যকারী কবিয়াল অসীম সরকারের বিরুদ্ধে থানাত এফ.আই.আর (F.I.R)

FIR against Kabial Ashim Sarkar 

কবিয়াল অসীম সরকারের বিরুদ্ধে এই পর্যন্ত দুইটা থানাত FIR দায়ের করা হৈচে । পোথোম  FIR করা হৈচে আগমনি (ধুবরি জেলা, আসাম) বীর চিলারায় সাংস্কৃতিক মন্চের পক্ষ থাকি আর দুতিয়া FIR করা হৈচে রাজবংশী সমন্বয় সমিতির পক্ষ থাকি  জলপাইগুড়ি থানাত যা খবর আছে। কয়দিন আগত একটা চ্যানেলত NRC নিয়া কবার যায়া উমরা আসামীস মানসিক বাঙালী বিদ্বেষী কৈছিল যার ভিডিও সোসাল মিডিয়াত তোলপাড় হয়া গেচিল।

FIR Rajbanshi Smannay samiti

উমরা আরো মানসিক ছোটো করা যে কথাটা কৈছিল সেইটা হৈল্ আসামীস মানসি বোলে চাষবাস কিছুই জানে নাই, বাঙালী মানসিলা ওটি যায়া উমাক চাষবাস শিখাইচে। উমরা সব থাকি বড় যে কুরুচিকর অবান্ছিত কথাটা কৈচে সেইটা হৈল কোচ রাজবংশী পলিয়া মহিলাগুলা বোলে অর্ধেক বুক দ্যাখেয়া কাপড় পেন্দে, কামতাপুরী /রাজবংশী ভাষাক নিয়া উমরা জনসমক্ষে ব্যঙ্গ করিচে ঐ চ্যানেলত। উমার নিকৃষ্ট মনোভাব এই যে, কোচ রাজবংশী পলিয়া মানসিলা অনুন্নত ছিল আর উমরা বাংলাদেশ থাকি এটি আসিয়া রাজবংশী পলিয়া মানসিলাক উন্নত করিলেক। ছোটবেলা উমরা শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের দোয়ারত মানসি হৈচিল, খেলাধুলা রাজবংশী পলিয়া ছাওয়া ছোটোলার সাথত করিচে অথচ মনের ভিতরা বিদ্বেষী আর হেয় করা  মনোভাব প্রকট যা উমার ভিডিওত পরকাশ পাইচিল।

FIR Agamoni thana

বিঃদ্রঃ এই ব্যাপারটাত আরো অন্য কোনো থানাত এফ.আই.আর করা নিয়া কারোটে কোনো খবর থাকিলে কমেন্ট বক্সত জানে দেন ।

আরো পড়ুন –