অজান্তেই মিনতির প্রেম
📝লেখাইয়া:রোহিত বর্মন
বাপ: মালতী মালতী হামার মাইটা কোটে গেইছে রে?
মাও: হর দেখো মাইটা যে কোটে গেইল মোকো কয়া নাই জায় গে।
মিনতি: ক্যা মা কি হুইছে তা মুই না পাছিলা বাড়ি গেহুছু।
মাও: পাছিলা বাড়ি কি করিস গে এতো কোন হ্যাঁ।
মিনতি: না করোং কিছু এমনে ছিনু।
সুবল: ইস আজি কে বা মিনতির ফোন ও লাগে না।
মিনতি: হ্যাঁ কন তোমা কোটে আছেন এলা।
সুবল : মুই বাড়ি আর তুই কোটে আছিস।মিনতি: বাড়িত, ঘরত থাকি আছোং।
মাও: ও মিনতির বাপ ও মিনতির বাপ কোটে গেইলেন, এদি শুনো তো শুনো।
বাপ: হ্যাঁ ক রে কি কইস,
মাও: মিনতি হামার মামার বাড়ি যাওয়ার চায়, তোমা কি কন?
মিনতি: হ্যাঁ বাবা আজি যাইম আর কালি চলি আসিম।
বাপ: যাক মাও যা তা।
সুবল : হ্যালো মিনতি কত খননে আসিবু তুই মুই বাস স্ট্যান্ডোত আছো।
মিনতি: মুই আসিছুং তোমা কোটে গে?
সুবল: মুই তোক দেখিছোং , তুই ওঠে নৈশ মুই আসির নাগছোং। দুজনের দেখা হুইল।
মিনতি : কোটে কার বাড়ি যাইবেন কন?
সুবল: মোর বন্ধুর বাড়িত যামো, তুই কি কইস?
মিনতি: ঠিক আছে চলো তা।
রহিমের বাড়িত প্রবেশ..
সুবল : রহিম এ রহিম তুই কোটে রে?
রহিম: আয় ভাই আয় ঘরত আসি বইস।
কয়েক দিন পর মিনতি জানির পায় সুবলের আসল পরিচয়,, সুবল একজন মুসলিম সমাজের মানষি, তায় আর মিনতি সুবলোক বিয়াও না করের চায়।।।
মিনতি: মুই আর তোক বিয়াও না করাইম সুবল।
সুবল: ঠিক আছে তা চল বাড়ি যাই আর তোক রাখি আইসোং বাড়িত।।
বাপ : মালতি মালতি হামার মাই টাক কায় মারি ফেলাইছে গে, যায়া দেক পছ করি।।
মাও : ও মাও মা হামার কপালোত কি হুইল এইখান , ও ভগবান।
এলাং নিখোঁজ সুবল, পুলিশের হাতোত ধরা পাইলেও, অধরা এলাং আইনের হাতোত।।
নাই কোনো প্রমাণ অন্ধ বিচার হামার সংবিধান।