টাঙটাঙা রৈদ আর গরমত শরীল টনটনা রাখার কয়টা টিপস
গরমের দিনত নানান ধরনের অসুখত ভুগি হামরা। এই সমায় নানান ধরনের রসাল ফল হামরা পাই আর মন ভরিয়া খাই যেমন আম, কাঠোল ইত্যাদি তবুও অসহ্য গরম যেন হামারলাক কষ্ট দেয়। এই সমায় ডিহাইড্রেশন, জ্বর, হিট স্ট্রোক এইনাকান নানান রোগ হয়। আইজকালকার দিনত সগায় হামরা স্বাস্থ্য সচেতন, কিছু ছোটো ছোটো টিপস বা কৌশল মানি চলিলে হামাক আর পরিবারের সগাকে টাঙটাঙা রৈদ আর গরমত শরীল টনটনা রাখি থোয়া কোনো ব্যাপারে নোমায়। শরীল সুস্থ থুবার গেইলে নিচের কয়টা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই ফম থোয়া খাইবে।
1. বেশী করি জল খাওয়া খাইবে
জলের কোনো বিকল্প নাই। টাঙটাঙা রৈদত আর গরমত চলাফেরা করিলে শরীল থাকি ঘামের মাধ্যমে জল বিরি যায়। শরীলক সুস্থ থুবার গেইলে শরীলত জলের মাত্রা যেন সৌগসমায় বজায় থাকে। তাই সদায় 6-7 লিটার জল অবশ্যই খাওয়া খাইবে।
2. খাবারের তালিকাত সব্জি আর ঝোল
খাবারের তালিকাত যত বেশী সম্ভব সব্জি আর ঝোল থোয়া খাইবে। যেহেতু শরীলত জলের যোগান দরকার তাই ঝোলটা বেশী প্রয়োজনীয়।
3. ফলের রস
রসাল ফল খাওয়া খুবই দরকার এই গরমত। রসাল ফল শরীলের জলের ঘাটতি পূরণ করে। ফলের মধ্যত যে মিনারেলস আর ভিটামিন থাকে সেইটা শরীলের ক্লান্তি দূর করার জন্যে খুবে উপযোগী।
4. কার্বহাইড্রেট জাতীয় খাবার পরিমান মতন
কার্বহাইড্রেট জাতীয় খাবার শরীলক ভারি করে তাছাড়া যার যার ডায়াবেটিসের সমস্যা আছে উমারলাক তো আরো বেশী সচেতন হওয়া খাইবে।
5. চা, কফি না খাইলেই ভাল্
গরমত গরম চা বা কফি যেমন খুব একটা তৃপ্তিদায়ক নোমায় তেমনি এই চা বা কফি না খাওয়ায় ভাল্। চা বা কফিত থাকে ট্যানিন যা শরীলক শুকান করে যা শরীলের পক্ষে ভাল্ নোমায়।
6. মশং খাওয়া চলিবে না
বেশী মশং খাওয়া অ্যামনে ক্ষতিকর। এই মশং খাওয়ার জন্যে শরীলত নানান রোগ ব্যধি জন্ম নেয়। প্রচন্ড গরমত মশং না খাওয়ায় ভাল্।
7. লেবুর শরবত আর ডাবের জল খান
লেবুর শরবত বারডাবের জল খুবে উপকারী এই গরমত। নিয়ম করি এই শরবত খাইলে আরো ভাল্। এই শরবতের মাধ্যমে শরীলত ভিটামিন, মিনারেল যেমন ক্যালসিয়াম, পটাসিয়াম শোন্দায় যা শরীলক ক্লান্তি থাকি বিরত রাখে। আরো যেসব জিনিস লক্ষ্য রাখা উচিত সেগুলা।হৈল্