📝Written by: J.H. Mandal
আমরা জানি নেশা সর্বনাশা। নেশার ফলে শরীর ,অর্থ দুই নষ্ট হয় । তথাপি ভারত সহ , সারা বিশ্বে কোটি কোটি টাকার নেশার উপাদান বিক্রি হয়। নেশা ছাড়ুন আমাদের সাথে যুক্ত হয়ে, NARecoversociety র সাথে যুক্ত হয়ে। Quit Drug addiction by NARecoversity.
তামাক, মাদক সহ বিভিন্ন নেশার উপাদান নিয়ে প্রতিবেদন।
প্রথমেই জেনে নেই নেশা কি ?
মন মস্তিষ্কের ওপর বাহ্যিক প্রভাবে পরিবর্তন নেশা। যেমন , মাদক সেবনে মনের অবস্থা পাল্টায় ঠিক তেমন কারো সোসাল সাইটের প্রতি নেশা।
সব নেশা ক্ষতিকর নয়। এমনকি , অনেক গবেষক মনে করেন , পরিমিত নেশা গ্ৰহণে দোষ নাই। পাড়া প্রতিবেশী বা বাড়িতে নেশায় আক্রান্ত মানুষ থাকলে অশান্তি নিত্যদিনের । নেশায় আক্রান্ত ব্যাক্তি যদি বাড়ির কর্তা হন তখন সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
নেশা মুলত: ৩ প্রকার
১) Occasional : এক্ষেত্রে বছরের নির্দিষ্ট দিনে অনেকেই আনন্দ ,মৌজ মস্তিতে নেশা গ্ৰহণ করেন। পিকনিক , বিয়ে বাড়ি, পার্টি ইত্যাদি । এই নেশা কে নেশার কঠিন স্তরে ফেলা হয় না। কেননা, নেশাসক্ত নিয়মিত এমন করেন না।
২) Manageable : এই জাতীয় নেশাসক্তরা নিয়ম মেনে রাত্রিতে শোবার আগে , দিনে নির্দিষ্ট সময়ে নেশা করলেও দৈনন্দিন কাজ ( চাকরী,কাজ ইত্যাদি) সামলে চলেন।
৩) Unmanageable : এই জাতীয় নেশাসক্তদের ক্ষেত্রে নেশা জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়ায়। নেশার উপাদান না পেলে অস্থির হয়। জীবন ,চাকরী সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শেষ প্রকার নেশাসক্তের জন্য প্রয়োজন চিকিৎসা। চিকিৎসা অর্থাৎ শারীরিক ও মানসিক উভয় চিকিৎসা।
উভয় প্রকার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক NA বা Narcotic Anonymous সোসাইটি তৈরী করেছে 12 Step Programme. যার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন স্থানে অজস্র Rehabilitation Center বা নেশা মুক্তি কেন্দ্র গড়ে উঠেছে।
উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতে নেশাসক্ত রোগীদের সঠিক দিশা দেখাতে গ্ৰামে গ্ৰামে প্রচারাভিযান চালাচ্ছে Narcotic Anonymous Recover Society বা সংক্ষেপে NARS.
NARS পরিষেবা কেন্দ্রে নেশাসক্ত রোগীর শারীরিক ও মানসিক সমস্যার সুপরামর্শ দেওয়া হয়। ৭ দিনের বিশেষ প্রোগ্রাম এ মদ আসক্ত ব্যাক্তি দারুন সুফল পাবেন।