Congratulations! সান্মানিক ডক্টরেট উপাধি পেলেন কামতা রত্ন ডাঙরিয়া ধর্মনারায়ণ বর্মা।
আমাদের মাস্টার মহাশয় তথা তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক (সংস্কৃত ও বাংলা) মাননীয় ধর্মনারায়ণ বর্মা মহাশয় আমেরিকার Global Peace University থেকে সান্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত হলেন ওঁনার সমাজসেবা মূলক কাজের জন্য।
মাননীয় ধর্মনারায়ণ বর্মা মহাশয় কামতা রত্ন হিসাবে পরিচিত তাঁর কামতাপুরী ভাষার প্রসারে বিশেষ অবদানের জন্য। ওঁনার বিভিন্ন বই এর মধ্যে “কামতাপুরী ভাষা সাহিত্যের রুপরেখা” এই বইটি অন্যতম।