হিমা দাস – প্রথম ইন্ডিয়ান যে আইএএএফ ওয়াল্ড জুনিয়র চাম্পিয়নশিপ এ স্বর্ণপদক পেয়েছিল।
হিমা দাস – 2018 তে মহিলা 4×400 মিটার রিলে ইভেন্ট এ স্বর্ণপদক পেয়েছিল। মহিলা 400 মিটার রেস ইভেন্টএও সিলভার মেডেল পেয়েছিল।
এসিয়ান গেমস এ গোল্ড মেডালিস্ট স্প্রিনটার হিমা দাস সর্বপ্রথম ইউনিসেফ, ইন্ডিয়ার ইওথ অ্যামবাসাডর নিযুক্ত হয়েছিল যা গত 29 জুলাই এ ইউনিসেফ টুইট করে জানিয়ে ছিল। । হিমা দাস এতে ভীষণ সন্মানিত বোধ করেছে এবং এও জানিয়েছে ভবিষ্যতে অনেক ছেলে মেয়ে এতে অনুপ্রাণিত হবে।