থানাত এফ.আই.আর হওয়ার পর রাজবংশী / কামতাপুরী ভাষা নিয়া কটুক্তি করি মাথাভাঙ্গার প্রল্হাদ বিশ্বাস শ্যাষম্যাশ ভুল স্বীকার করিলেক
রাজবংশী / কামতাপুরী ভাষা শুনলে পিছনে* লাথি মারতে ইচ্ছা করে – এই ছিল তার মন্তব্য গত 15th সেপ্টেম্বর, 2019 এ । আরো নানা কটু মন্তব্য ছিল। (ফেসবুকত কথা চালাচালিত্)
এই 4 দিনে আরো বড় বড় ভাষণ ছিল যা ফেসবুকের বিভিন্ন শেয়ার করা পোস্টোত দেখা গেইছে। তার মধ্যত মেলা অশালীন মন্তব্যও ছিল।
আজি মাথাভাঙ্গা থানায় FIR হওয়ার পর।-
মাথাভাঙ্গার প্রল্হাদ বিশ্বাসের (Prahlad Biswas Mathabhanga) চৈতন্য উদয় হৈচে। খানেক নরম হয়া ক্ষমা চাবার ধৈরচে ভিডিওত। কিন্তুক চখুমুখত প্রতিশোধ নেওয়ার কেমন জানি এখনা প্রতিফলন এলাও আছে (মানে মুখ থাকি ভুল স্বীকার করা হৈল্ ঠিকে কিন্তুক মন থাকি নোমায়) যা ভিডিওখান দেখি মনে হৈল্।
নিচত প্রল্হাদ বিশ্বাসের ফেসবুকতে ক্ষমা চাওয়ার ভিডিও। (Collected)