কবিতা মুক্তি না চুক্তি - রোহিত বর্মন। Rohit Braman

VSarkar
1 minute read
Mukti na chukti kabita

মুক্তি না চুক্তি

রোহিত বর্মন

মুক্তি পামো কোন দিন যে হামারা।

যেদিন খাড়া হয়া দাড়াবেন তোমারা।

সেই খান দিন আইসবে একদিন।

সেই খান দিন আইসবে কুনদিন?

স্বাধিন আইজ্যের মানষি ছিলং হামরা।

পরাধীন হলেন কেংকরি তোমারা?

মুক্তির আশায় আছি যে বসি।

চুক্তি ফুরাইবে সেই কেংকরি।

স্বাধীন হইলেক হামার দেশ।

পরাধীন হইলেক হামার আইজ্য।

মুক্তি পামো যে কেং করি ।

চুক্তি ফুরাইবে না এং করি।

মুক্তির নড়াই নড়ে কয় জন,

সগায় দেখে নিজের ভূজন।

নড়লে পামো এই খান মুক্তি,

সগায় আগোত আসলে শেষ চুক্তি।

স্বাধীনতা তুই আসবু কুনদিন,

চুক্তি স্বাক্ষর ফুরাইবে যেইদিন।

পূর্ণ স্বাধীনতা পামো যে হামা,

সন্ধি স্বাক্ষর বাতিল করো তোমা।

রাজনীতির ন্যাংটি খান সেই ধোরছি,

এলা ছাড়ার বুদ্ধি না পাই খুজি।

এমপি কয় আনিম মুই আইজ্য ফিরি,

সরকার কয় নাদিম এইখান সিড়ি।।


# Mukti na Chukti poem by Rohit Barman