Bena - Musical Instrument - Kushan Nritya / কামতাপুরী কুশান নৃত্য

VSarkar
Bena kushan nritya

Bena (ব্যানা) - Musical Instrument - Kamta Kushan Nritya। কামতাপুরী কুশান নৃত্য।

Bena (ব্যানা) is musical instrument used for Kushan Nritya or Kushan Dance in Kamtapuri culture. About 18 inch long – its a single stringed musical instrument. The body is made of bamboo slip pushed through a wooden cup (Tokrai) at one end and fixed other end with a clog (Kunda). The wooden cup is covered with skin made from stomach of goat. The diameter of the cup is 6″ and the vertical distance from the middle of the skin to the apex of the cup is nearly 3″. Sometimes stump of a bamboo is used instead of a wooden cup. The string is made by winding horse hairs. One end is winded round the tuning peg at the neck and the other end is fixed to the knob at the outer base of the cup. The string is made to pass over a bridge placed on the resonator skin so as to allow some space between the string and the body.

bena

Bena / বেনা / ব্যানা – Musical Instrument for Kushan

The friction bow is made from a bamboo slip and horse hair. The string of the Bena is stretched to the required strength by turning the top peg. Hairs of the bow is drawn across the string and make vibration, at the same time fingers of the left hand play upon the string to produce modulations of the tune.

Kushan Nritya and Bena musical instrument

It is usually played in “Kushan Gaan“, “Chor churnir Gaan” and “Udashi Gaan” of Vaishnavas. It is also played solo. It is never played in other congressional songs and dances programme.

কুশান নৃত্য । Kushan Nritya

ব্যানা বা বেনা – কামতাপুরী বাদ্যযন্ত্র – কুশান গানের জন্যে, কুশান নৃত্য এর জন্যে।

কামতাপুরী / রাজবংশী ভাষাত:

ব্যানা বাদ্যযন্ত্র কুশান নৃত্য পরিবেশন করার জন্য ব্যবহার করা হয় কামতাপুরী সংস্কৃতিতে। ব্যানা হৈল্ 18 ইন্চি লম্বা একতারের বাদ্যযন্ত্র।বাঁশের ঝিক দিয়া গাওখান তৈয়ার হয় যার অ্যাক দিক খুটার টোকরাই এর ভিতরা শোন্দা অবস্থায় থাকে আর অ্যাক দিক খুটার আউংটাত আটকে থাকে। টোকরাই টা চামড়া দিয়া ঢাকা যেটা ছাগলের ভুরি থাকি তৈয়ার হয়। টোকরাই এর ব্যাস 6 ইন্চি আর চামড়ার মাঝখান থাকি টোকরাই এর উপরা পর্যন্ত খাড়া দূরত্ব প্রায় 3 ইন্চি। কোনো কোনো সমায় খুটার পরিবর্তে বাঁশের চোঙ ব্যবহার করা হয়। ঘোড়ার কয়টা চুলি পাকেয়া তার বানা হয়। গালার ওদি সুর তোলার যে গোঁজের সাথত এই তারের অ্যাক দিক আটকানো থাকে আর অন্যদিক আটকানো থাকে টোকরাই এর বায়রার গোল ফোলা অংশের সাথত। শব্দ ওসার করা চামড়ার উপরা রাখা ব্রীজের নাকান জিনিসের উপরা দিয়া তারলা টানি নিয়া যাওয়া হয় বুলি ব্যানার গাওখান আর তারের মধ্যত ফাকা জাগা থাকে।

বাঁশের ঝিক আর ঘোড়ার চুলি দিয়া বানা হয় সুর তোলার ধনুক। মাতার উপরা গোঁজগুলাক ঘুরি ঘুরি ব্যানার তারলাক প্রয়োজন মতন তান দেওয়া হয় আর ধনুকের তারখান দিয়া ব্যানাত সুর তোলা হয়। ন্যারা হাতের নগুলগুলা তারের উপরা থুইয়া রকমারি সুর তৈয়ার করা হয়।

ব্যানা / বেনা ও কুশান গান ( Bena and Kushan Song)

সাধারনত “কুশান গান”, “চোর চুরনির গান” আর বৈষ্ণবলার “উদাসী গানত” এই যন্ত্র ব্যবহার করা হয়। একলায় একলায়ো ব্যানা বাজানো হয়। অন্য ধর্মীয় অনুষ্ঠানের গানত বা নাচত কোনোদিনো ব্যানা বাজানো হয় না।

কুশান নৃত্য / Kushan Nritya

কুশান নৃত্য (Kushan Nritya) হৈল কোচরাজবংশী কামতাপুরী নাটক যা কৃত্তিবাসী রামায়ণ থাকি কাহিনী রুপ দেওয়া। কুশান গানত একজন মুল বা গীদাল থাকে যায় হৈল্ প্রধান চরিত্র। একজন দোয়ারী আর ছোকরা ছুকরি থাকে নৃত্য বা নাচ পরিবেশনের জন্যে। কুশান নামটা আসিচে রামের পুত্র কুশ থাকি। কোচবিহার কামতাপুরত এই কুশান নৃত্য কোচরাজবংশ অর্থাৎ পন্চদশ শতক থাকি চলি আসির ধৈরচে। বর্তমান কুচবিহার, আসাম ও বাংলাদেশের উত্তরভাগত এই কুশান গান এলাও পরিবেশিত হয়। ব্যানা বা বেনা বাদে বাঁশি, সারিন্জা, আখরাজ, হারমোনিয়াম, মন্দিরা ইত্যাদি বাদ্যযন্ত্র কুশান গানত ব্যবহার করা হয়। কুশান নৃত্য শুরু হয় আসর বন্দনার মাধ্যমে অর্থাৎ দেব দেবীক ভক্তি দিয়া আশুর্বাদ নিবার মাধ্যমে।