🔰খান চৌধুরী আমানতউল্লা আহমদ উঁমার ‘কোচবিহারের ইতিহাস’ গ্রন্থত কৈচেন, “যোগিনীতন্ত্রত আর ষোড়শ শতকের পীতাম্বর সিদ্ধান্তবাগীশ দ্বারা অনূবাদ করা মার্কন্ডেয় পুরাণের ভণিতাত ‘কামতা’ রাজ্যের নাম আছে।” তবে ‘মার্কন্ডেয় পুরাণ’ আর ‘ভাগবত দশম স্কন্ধ’ বিশ্বসিংহর বেটা নরনারায়ণের শাসনকালত বীর চিলারায়ের আদেশে পীতাম্বর দ্বারা রচিত হৈচিল।
🔹মার্কন্ডেয় পুরাণের একটা ভণিতাত পাওয়া যায়:
মহারাজ বিশ্বসিংহ কামতা নগরে।
তার পুত্র ভোগে তুল্য নহে পুরন্দরে ।।