🎵🎵🎙️চাংড়ার পুরানা সেই আড্ডাটা এলা আর নাই, কোন্ঠে হারেয়া গেইল্ মজাদার দিনগুলা সেই-ই, এলা আর নাই।
কমলেশ ফুলিয়াত, রফিকুল কেরালাত নাই উমরা কোনো আর খবরত্।
বিষহরির ছোকরা রঙ্গিলা বুদারু মরিয়া আছে এলা আকাশত্ ।
প্রাইমারির চ্যাংড়া কমলেষ সরকার বিষহরির প্যান্ডেল বানাইত; আর চখুত্ স্বপ্ন নিয়া, মুখত্ বিড়ি গোজেয়া বুদারুটা বসি বসি দৈখ্ত।
একটা চাংড়া সেই চাইর-পাচ ঘন্টা ভারতী ব্র্যান্ড ঠোটত্ জ্বলিত;
কাংও কয় ধরিছে মাসান আর কাংও কাংও যকাদেও, এই নিয়া ধাতুর্বাত চলিত।
পিটানো চেহারা আর পিঠির গঞ্জি ছেঁড়া রৈল্না দুলালের নামটা; স্কুলের সৌগখেলা সগারে আগত্ উনায় পাইল্না পোতিভার দামটা।
ভাওয়াইয়ার ছাত্র রফিকুল মন্ডল সদায় দোতোরা নিয়া আইসত; ভাওয়াইয়ার কতা আর মডার্ন গানের সুর মোটা গালা দুলালটা বেশ কৈরত।
ঐ পাচজন নাই এলা চাংড়াটা ত্যাংও আছে চাংড়ার ছাতাপরা কামি নাই; ডিগির সেই নাল মাটি, কুচিয়ার গর্ত, সেলাকার মাছুয়ার এলা নাই।
কতজনে চলি গেইল্ জমিবাড়ি ছাড়িয়া সেইটা আর কোনোঠে ল্যাখা নাই; কতজনে যাইবে আরো কাংও না পাইবে কওয়ার খালি সেই চাংড়াটা বুঝি রৈবে হয়।
চাংড়ার পুরানা সেই আড্ডাটা এলা আর নাই, কোন্ঠে হারেয়া গেইল্ মজাদার দিনগুলা সেই-ই, এলা আর নাই।।